এস,এফ,আই এর সাংবাদিক বৈঠক

গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্রাত্য বসু যা ঘটনা ঘটিয়েছেন সেটা অত্যন্ত লজ্জা জনক ঘটনা । যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ব বিদ্যালয়ে ছাত্রদের উপর পুলিশি হেনস্তা হয়েছে।মিথ্যা মামলা হয়েছে। কল্যানী মহা বিদ্যালয়ে এসএফআই নেতাদের উপর হামলা হয়েছে।আজ। অবোধ্য ইউনিয়ন কেনো হবে কেনো ছাত্র সংসদ নির্বাচন হবেনা কেনো স্কুল গুলো বন্ধ হচ্ছে। কেনো কল্যানী বিশ্ব বিদ্যালয় এ সংঘর্ষ চলছে । পুলিশ ও তৃণমূল গুঁড়া দারা আমাদের আন্দোলন কে দমিয়ে দেওয়া হচ্ছে । রাজ্যে ঘৃণা ভাষণ দেওয়ার প্রচেষ্টা চলছে নেতা ও মিডিয়ার বেশ কিছু সাংবাদিক দারা।
শিক্ষার পুনরবাস্তান করো ক্রমশ স্টুডেন্ট কমছে এই রাজ্যের ভবিষ্যৎ সংকটে ।
বিধান সভায় শুধু হিন্দু মুসলমান চলছে।শিক্ষার কোন কথা হচ্ছেনা। ক্যাম্পাসের ভেতরে তৃণমূলী গুঁড়া দারা ভয়ের প্রস্তুতি তৈরি করা হচ্ছে

আগামী 25 মার্চ বিকাল 3 টে যাদবপুর 8b দিয়ে গোলপার্ক প্রযন্ত এক মহা মিছিল কর্মসূচি গ্রহণ করা হলো এই অধিকার মিছিলে সমাজের সব অংশের মানুষদের আমরা আহ্বান জনাটছি ।এই মিছিলে অংশ গ্রহণ করে শিক্ষাকে বাঁচানোর লড়াই কে সমর্থন করুন।

সরকারের মনো ভাব হচ্ছে সব কিছু কে নিষ্ক্রিয় করে দেওয়ার তাই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছেনা ।

রাজ্যের কোনো বিশ্ব বিদ্যালয় পুলিশ outpost নাই। যাদবপুর বিশ্ববিদ্যালয় এ পুলিশ outpost এর দরকার টা কি আসলে তৃণমূলের গুণ্ডা দেড় কে আড়াল করার জন্য পুলিশ outpost তৈরী করা হচ্ছে। রাজ্য সরকার দারা।

তৃণমূল বুজে গিয়েছে খোলা মাঠ আর নাই তাই গোলা দেওয়া টা এতো সহজ নয়। আমরা সেটা বুঝিয়ে দিয়েছি।

একবার এসএফআই বলেছে চালিয়ে খেলো তাতে তৃণমূল এর ঘামাচি উঠে গিয়েছে গায়ে। সংগ্রামের ঝড় উঠে গিয়েছে ।

ক্যাম্পাসের অধিকার ফিরিয়ে আনার এই লড়াই আরও তীব্র হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *