আগামী দিনের বড় ডাক্তার হওয়ার পথে

প্রত্যন্ত গ্রামের স্কুল গুলি আজ আর পিছিয়ে নেই। যে স্কুল গুলির নাম হয়তো পিছিয়ে পড়ার তালিকায় ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল স্কুল গুলি আজ ও পিছনের তালিকায় থেকে একটা একটা করে সফলতার তালিকায় নাম তুলে ধিরে ধিরে শুনাম ও শুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নিজেদের দক্ষলদারী জমায়তে শুরু করেছে, শুধু তাই না স্কলে ভালো মেধাবী ছাত্রের অন্তরভূক্তি থাকলে তো কোন কথাই হবেনা শুনাম তো দোরগড়ায়, এমনি একটি প্রতন্ত গ্রামের স্কুল বাগনাবাড় হাইস্কুল এবছর তাদের একজন ছাত্র ও একজন ছাত্রী নিটে ভালো ফল করে আগামী দিনের বড় ডাক্তার হওয়ার পথে,আজ এই দুই জন ছাত্র ছাত্রী এই স্কুলের গর্ব,তাই স্কলমাঠে স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে ও বর্তমান স্কুলের সকল ছাত্র ছাত্রীদের পাশে রেখে এই দুই কৃতি ছাত্র কে সংবর্ধনা যাপন করা হলো। উপস্থিত ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *