2023 সালের ১লা আগস্ট দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনার কি জানেন এ দিনটা ছিল সুপার মুন ডে , যদিও কেউ প্রাকৃতিক দুর্যোগের কারণই হয়তো তা দেখা সম্ভব হয়নি, সুপারমুন ডে টি আবার ফিরে আসছে এই আগস্ট মাসের 31 তারিখে এই আগস্ট মাসের কয়েকটা দিন ভীষণ গুরুত্বপূর্ণ আপনার আমার প্রত্যেকের কাছে আগামী প্রজন্মের কাছে,,,, এরপর আগামী 18 ই আগস্ট নো শ্যাডো ডে অর্থাৎ দিনের বেলা আপনি যদি বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাহলে আপনার শ্যাডো আপনি দেখতে পাবেন না।অর্থাৎ এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে। পরবর্তী 27 শে আগস্ট শনি গ্রহ পৃথিবীর কাছাকাছি থাকার জন্য তা আপনারা খালি চোখেই দেখতে পাবেন শুধু শনি গ্রহ নয় শনি গ্রহের চারপাশের যে বলয় রয়েছে সেই বলয় টুকু আপনারা খালি চোখে দেখতে পাবেন অর্থাৎ এই আগস্ট মাসের এই কয়েকটি দিন আপনার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।