RG Kar এর মহিলা ডাক্তার এর ধর্ষণ, খুনের প্রতিবাদে শ্রীরামপুর বাজার হইতে শ্রীরামপুর ব্রীজ পর্যন্ত ধিক্কার মিছিল। তারপর মৌন মোমবাতি মিছিল। অতঃপর শ্রীরামপুর বাজারে বাস রাস্তা অবরোধ করে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের জনগণ বিক্ষোভে সামিল হলেন।
ময়না বিধানসভার, তমলুক ব্লকের শ্রীরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর বাজার থেকে কংসাবতীর ব্রিজ পর্যন্ত বিক্ষোভ মিছিল গিয়ে, আবার ঐ একই রাস্তা দিয়ে ফিরে এসে মোমবাতি মিছিল করাহয়। মোমবাতি মিছিলের শেষে পথ অবরোধ করা হয় শ্রীরামপুর বাজারে। পুরো বিক্ষোভ প্রদর্শনটাই অরাজনৈতিকভাবে করা হয়েছে। গ্রামের সাধারণ মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেছেন।