মাঙ্গলিক খুঁটি পূজার মাধ্যমেই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির ডিজনিল্যান্ড রুপায়নের শুভ সূচনা হলো।

মাঙ্গলিক খুঁটি পূজার মাধ্যমেই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির ডিজনিল্যান্ড রুপায়নের শুভ সূচনা হলো। কেমন ভাবে বলাইপণ্ডা চীনের হংকং রূপ নেবে , সেজে উঠবে ডিজনি ল্যান্ড পার্কে,ছোট থেকে বড়দের মন জয় করতে দিনের আলো ও রাতের আলোর। রোশনাইয়ে ভরিয়ে তুলবে এই পুজো প্রাঙ্গন। তার অপেক্ষায় রয়েছেন সার্বিক এলাকা সহ দূর দূরান্তের দর্শনার্থীরা। মাঙ্গলিক খুঁটিপুজোর মাধ্যমে শুরু হলো সেই পথ চলা আজ মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্য বৃন্দরাSamprati Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *