ময়নার গোকুলনগরের রাধাবল্লভচকে ভয়াবহ আগুন, উত্তেজনা এলাকায় |
আজ আনুমানিক বেলা সাড়ে এগারোটা নাগাদ ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লবচক গ্রামের একটি দোকানে হটাৎ আগুন লেগে যায় | মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয় | এলাকায় ব্যাপক চাঞ্চল দেখা যায় | প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে | পরবর্তীকালে বিশাল পুলিশবাহিনী এবং দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে | জানা গেছে এমন পরিস্থিতিতে দুইজন অসুস্থ হয়ে পড়ে | তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় মানুষজন এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ হাটই কি জানিয়েছেন শোনাবো আপনাদের |