বলাইপন্ডা থেকে নন্দকুমার নতুন রেল লাইন

যেটা দেখলেন এটা হল বলাইপণ্ডা থেকে নন্দকুমার নতুন রেল পথ,আপনারা জানেন এই প্রকল্প তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সৃষ্টি । ঠিক এরকমই নতুন রেলপথ সহ ৬১টি প্রকল্প জমি সংক্রান্ত সমস্যার জন্য আটকে রয়েছে। এই মর্মেই রাজ্যকে পত্র পাঠিয়েছেন বর্তমানের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অর্থাৎ রেল দপ্তরের তরফ থেকেই একটা হলুদ সিগন্যাল পাওয়া গিয়েছে, কিন্তু এরাজ্যে এই জমি সংক্রান্ত সমস্যার সমাধান কতখানি সম্ভব, বাস্তবে কি সত্যিই সম্ভব।কি বলছেন বলাইপণ্ডার জনগন।
এই জমি সংক্রান্ত জট আগামী দিনে কি কাটবে? আর সত্যি কি এই প্রকল্পের কাজ ভবিষ্যতে শুরু হওয়া সম্ভব হবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *