ডেবরা অডিটোরিয়াম হলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পরিচালনায় ও ডেবরা থানার উদ্যোগে বর্তমানে স্বাস্থ্য পরিষেবা কে সামনে রেখে ফ্রি তে চক্ষু পরীক্ষা শিবির, অনুষ্ঠিত হল, এই শিবিরে কলিকাতার শংকর নেত্রালয় সংস্থার পক্ষ থেকে বিশেষজ্ঞ ডাক্তার দের দ্বারা চক্ষু পরীক্ষা করানো হয় আজ।আগামী দিনে সাধারণ মানুষের অন্ধত্ব কে দূরে রাখতেই অঙ্গীকারবদ্ধ হয়ার এই উদ্যোগ জেলা ও ডেবরা প্রশাসনের। আজকের এই সমাজ সেবামূলক মহতি কর্ম প্রক্রিয়ায় শিবিরে উপস্থিত ছিলেন ডেবরার SDPO গোবিন্দ সিকদার, CI অভিষেক বিশ্বাস, ট্রাফিক OC অমর ছেত্রী ,সহ কলকাতার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন এই শিবিরে প্রায় 100 জন ব্যক্তির চক্ষু পরীক্ষা করা হয় ।