নতুন ফিচারস নতুন চমক নিয়ে বাজারে এলো শাওমির নতুন মডেল Redmi12 5G

রেডমি১২ 5G এবং 4G স্মার্টফোন এসেগেল এবার ভারতে। তবে এই সংস্থা আগামী সপ্তাহ থেকে বিক্রয় শুরু করবে বলে জানা যাচ্ছে। নতুন চমক আনতে চলেছে এই রেডমি কোম্পানির একসাথে দুই ধরনের অর্থাৎ 5g এবং 4g একই সাথে বাজারে আনছে এই কোম্পানি। তবে প্রসেসর ছাড়া এই মোবাইল গুলিতে প্রায় একই ফিচারস থাকছে।
এবার এই কোম্পানির রেডমি 12 4G আসছে দুটি ভেরিয়েন্টে একটি হলো 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ যার বাজার মূল্য 8999।আরেকটি ভেরিয়েন্ট 6 জিবি র‍্যামও 128 জিবি স্টোরেজ বাজার মূল্য 10499।
তবে এই কোম্পানির রেডমি 12 5G তিনটি ভেরিয়েন্ট আনতে চলেছে বাজারে একটি হল 4 জিবি রেম ও 128 জিবি স্টোরেজ বাজার মূল্য 10999,আরেকটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ বাজার মূল্য 12499, তৃতীয় ভেরিয়েন্ট টি 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ মূল্য 14999
ডিসপ্লে:-দুই ফোনের ক্ষেত্রে 6.7ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট 90 হার্জ পর্যন্ত স্কিন টু বডি 91 শতাংশ ডিসপ্লের গাড় হিসাবে গরিলা গ্লাস থাকছেই।

ক্যামেরা:-দুইটি ফোনের ক্ষেত্রেই ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল

ও,এস:-দুইটি ফোনের ক্ষেত্রে এনড্রোয়েড 13 মিলবে আপ গ্রেডিং সিস্টেম।

ব্যাটারি :-এই ফোন দুটির ক্ষেত্রে ব্যাটারি থাকছে 5000mAH, এছাড়া 8 ওয়াট চার্জিং পোর্ট সি টাইপ থাকছে উভয়ের ক্ষেত্রে।

প্রসেসর:-রেডমি12 5G এর ক্ষেত্রে প্রসেসর থাকছেই Qualcomm Snapdragon 4th generation two chips,
রেডমি 12 4G ক্ষেত্রে media Tek HelloG88 প্রসেসর থাকছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *