কেন দেরিতে ট্রেন চলছে। এই অভিযোগে যাত্রী বিক্ষোভ দক্ষিণ-পূর্ব রেলে। হাওড়ার রামরাজতলা স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে পরিষেবা বন্ধ হয়ে থাকে। প্রায় নিত্যদিন অসুবিধা ও হয়রানিএ মুখে পড়ছেন নিত্য যাত্রীরা এমনটাই অভিযোগ তোলেন। তাদের অভিযোগ দক্ষিণ-পূর্ব শাখাতে যদি পরিষেবা দিতে সমস্যা থাকে তাহলে সেটা কর্তৃপক্ষ তাদেরকে জানাক। হাওড়া থেকে দুটো স্টেশন পেরোতে তিন ঘন্টা সময় কি ভাবে লাগে সেই প্রশ্নই তুলেছেন নিত্য যাত্রীরা। তাদেরকে জানালে তারা ট্রেনের জায়গাতে অন্য যোগাযোগ মাধ্যমের ব্যবস্থা করবেন। এতে তাদের হয়রানি কমবে বলেই দাবি নিত্য যাত্রীদের।
বুধবার সন্ধ্যে বেলাতে একই ভাবে দেরিতে লোকাল ট্রেন চলাচল করার কারণে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। রেল যাত্রীরা রামরাজাতলা স্টেশনে রেললাইনে নেমে বিক্ষোভ দেখান। অভিযোগ ইদানিং লোকাল ট্রেন দেরিতে চলছে। বিশেষকরে হাওড়া আমতা লোকাল। কোনোদিন আধ ঘণ্টা তো কোনো দিন এক ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে। বারংবার রেল দপ্তরে জানালেও কোনো সুরাহা হয়নি। তাই তারা এর সমাধান চেয়ে অবরোধ করেন।
এর জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় আপ এবং ডাউন প্রায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষোভ হটাতে রেল পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান যাত্রীরা।
বিক্ষোভরত নিত্যযাত্রী সৌমেন সাধুকা অভিযোগ করে বলেন,’ এটা নিত্য দিনের সমস্যা। এর স্থায়ী সমাধান চাই’।
অপর এক যাত্রী সুমন রজক বলেন, ‘সকালে দীর্ঘক্ষন বিলম্বিত ছিল পরিষেবা। গতকাল রাতেও একই অবস্থা ছিল। তাই আমরা চাই কর্তৃপক্ষ আমাদের লিখিত দিক। আমরা এই পরিস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছি’।
নিত্য যাত্রীদের দাবি এই শাখাতে পরিষেবা ঠিক করুক কর্তৃপক্ষ। বিলম্বিত পরিষেবার জন্য নিত্যদিন তাঁদেরকে হয়রানির মুখে পড়তে হচ্ছে।
যদিও এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানান,’ বর্তমানে বিভিন্ন স্থানে ব্লক চলছে, এছাড়াও অনেক সময় হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম পাওয়ার সমস্যা হয়। সেই ক্ষেত্রে পরিষেবা বিলম্বিত হয়। আশা করছি খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে।’