গতকালের পর আজ আবারো জাতীয় কংগ্রেসের জয়ী প্রার্থী দুজন তৃণমূলে যোগদান করলেন । গতকাল দেখা গিয়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ও সুতাহাটা ব্লক থেকে বামফ্রন্টের জয়ী প্রার্থী জাহিদুল মন্ডল এবং সেক ফারহান আলি তাঁরা বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন। সেই একই চিত্র আবারো আজ দেখা গেল তবে আজ বামফ্রন্ট নয় কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ২২৯ নং বুথে হাসনা বানু খাতুন ও ২৩১ নং বুথে সাবিনা বিবি জাতীয় কংগ্রেসের জয়ী প্রার্থী তাঁরা আজ তমলুকে তমলুক সংগঠনিক জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্রের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে আজ তৃণমূলে যোগদান করলেন। যোগদান করে কংগ্রেসের জয়ী প্রার্থী গলায় মুখ্যমন্ত্রী উন্নয়নের হাত শক্ত করতেই যোগদান।