মেচেদাই প্রায় 40 কিলো গাঁজা সহ গ্রেপ্তার পাঁচজন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারী পাঁচজনকে টোটো তে চেপে যাওয়ার সময় হাতেনাতে পাকড়াও করল। এদের কাছ থেকে প্রায় ৪০ কিলো গাজা উদ্ধার হয়েছে। এদিন ঘটনাস্থলে ছিলেন তমলুক থানার এসডিপিও সাবিক আহমেদ এবং তমলুকের ম্যাজিস্ট্রেট।

পুলিশ সূত্রে জানা যায় যে উড়িষ্যা থেকে আসার পথে একটি দুটোই করে তমলুকের দিকে যাওয়ার সময় এদের কাছ থেকে প্রায় 40 কিলো গাজা উদ্ধার করে পুলিশ তমলুকের চঞ্চসরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ