চন্দ্রযান তিন প্রবেশ করল চাঁদের নির্দিষ্ট কক্ষপথে যাকে ইংরেজিতে বলা হয় লুনার অরবিট। চন্দ্রযান তিনের প্রতিটি অগ্রগতির পদক্ষেপ ও মুহূর্ত প্রতিটি ভারতবাসী কাছে এক সফলতার আনন্দ মুহূর্ত,ও বড় হৃদস্পন্দন এর পাশা পাশি এই আনন্দের বিশেষ মুহূর্তের ধন্যবাদ ও স্যালুট জানাতে হয় ইসরোর কঠোর তপস্যারত সফল অগ্রগতি মুখী বিজ্ঞানীদের কে ।