এবার কাঁসাই নদীর জলের তোড়ে ও কচুরি পানার চাপে ভেঙ্গে গেল ডোম ঘাটের বাঁশের সাঁকো।প্রতিবছর এই বর্ষাকালেই তৈরি হয় এই ধরনের সমস্যা। বিগত তিরিশ বছর ধরে এইভাবেই পানার চাপে ও জলের তোড়ে ভেঙে যাচ্ছিল ডোম ঘাটের কাঁসাই নদীর উপর তৈরি বাঁশের সাঁকো। প্রশাসনের কাছ থেকে শুধু মিলেছে প্রতিশ্রুতি, মেলেনি আর কিছু, তবে মিলেছে ওপার প্রান্তের ১৪ টি মৌজার সাথে পাঁশকুড়ার বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি । এমনটাই অভিযোগ এলাকাবাসীর। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলেই এই ১৪ টি মৌজার দৈনিক যাত্রীদের প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। রয়েছে দৈনিক স্কুলের ছাত্র-ছাত্রী তাদের ক্ষেত্রেও ঘুরপথে আসতে হচ্ছে স্কুলে কবে মিলবে এই এলাকাবাসীর সুরাহা।