গেল বছরে , টাইটানিকের আদলে তৈরি মন্ডপ সজ্জা পিংলা তথা পশ্চিম মেদিনীপুর জেলা সহ আশেপাশের জেলাগুলির দর্শনার্থীদের ভীষণভাবে নজর কেড়ে ছিল, জলের উপর টাইটানিক জাহাজের সেই জীবন্ত চিত্র জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল 10 নম্বর জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার দুর্গোৎসব কমিটি কে।
এবারে অর্থাৎ 65 তম বর্ষেও পা দিয়ে চমকের উপর চমক রাখতে চলেছে এই দুর্গোৎসব কমিটি। এবারে তাই সুদুর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীর সাদৃশ্য তুলে ধরতে চলেছে এই কমিটি, কন্যাকুমারী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আরব সাগর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পরস্পর মিলিত হয়েছে এখানে, 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ একটি শিলাখণ্ডের উপরে বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন যা আজ বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে পরিচিত। আর এই দৃশ্য ও সৌন্দর্য এবার উপলব্ধি করবেন 10 নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেই আট একর অনঙ্গ সরোবরে। আজ এই কমিটির শুভ মাঙ্গলিক খুঁটি পুজোর অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে পরলো কাঁঠি, আজ খুটি পুজোর মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কমিটির সম্পাদক কার্তিক চন্দ্র বেরা এবং অশ্বিনীকুমার ঘোড়াই সভাপতি তরুণ কুমার চক্রবর্তী এই স্কুলে প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি তাপস কুমার জানা, ছিলেন গৌরী পাত্র, ছিলেন চণ্ডীচরণ সামন্ত, ছিলেন সন্দীপ মান্না, ছিলেন সনাতন দাস ছিলেন মুক্তি অধিকারী ছিলেন বাদল চন্দ্র প্রামাণিক সহ অন্যান্য সদস্যবৃন্দরা।