বাঁকুড়ার সারেঙ্গা থানার মাকড়কোল গ্রামের প্রতিহার পরিবারের এই মর্মান্তিক ঘটনা, প্রতিহার পরিবারের দুই ভাই বড় ভাইয়ের নাম পিন্টু প্রতিহার আর ছোট ভাইয়ের নাম অসিত প্রতিহার এই বাড়ির বড় ভাই পিন্টু প্রতিহারের স্ত্রীর নাম গোলাপ,এই পরিবারে দশ বছর আগে বড় ভাই পিন্টু প্রতিহারের মৃত্যু হয়, দাদা মারা যাওয়ার পর ছোট ভাই অসিত প্রতিহার বৌদি ও তার পরিবারের সবকিছু দেখভাল করতেন, সবকিছু ঠিকঠাক ছিল,কিন্তু ২০২৩ সালের শুরুর দিকে প্রতিহার পরিবারের বড় বৌদি গোলাপ এর সাথে পরিচয় হয় গোপাল জানা নামে এক ব্যক্তির সাথে, এই গোপালের আদি বাড়ি নন্দকুমার থানার অন্তর্গত খঞ্চিতে হলেও বর্তমানে সে সপরিবারে থাকে গড়বেতা দুই ব্লকের আমলাশোলে। বড় বৌদি গোলাপের মায়ের সাথে ধর্মমা পাতিয়ে প্রায় যাতায়াত করতেন গোপাল,সময়ের সাথে সাথে এই গোলাপ ও গোপালের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে, কিন্তু দেওর অসিত প্রতিহার বৌদির কাছে বহিরাগত ব্যক্তির আসা-যাওয়াকে ভালো চোখে দেখতেন না, এ নিয়ে অসিত প্রতিহারের সাথে বৌদি গোলাপের সাথে বহুবার ঝামেলাও হয়েছে, তাই দেওর অসিত প্রতিহারকে পথের কাঁটা হিসাবে খুন করার পরিকল্পনা করে, আজ থেকে প্রায় দেড় মাস আগের ঘটনা, ঠিক দিন টা ছিল ৫ই আগস্ট

বৌদি গোলাপ- অসিত প্রতিহার দেওরকে ভুলিয়ে-ভালিয়ে তার বাবার বাড়িতে নিয়ে আসেন বাবার বাড়ি ঐ সারেঙ্গা থানার চিংড়া গ্রামেই। তারপর থেকে অসিত প্রতিহারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ১৩ ই সেপ্টেম্বর গোলাপ শ্বশুরবাড়িতে ফিরে যান, কিন্তু অসিত প্রতিহারকে না দেখতে পেয়ে ওই পরিবারের অন্যান্য সদস্যদের সন্দেহ হয়, আর এই সন্দেহ বশবর্তী হয়েই ১৭ ই সেপ্টেম্বর অসিত প্রতিহারের খুরতুতো ভাই স্বপন প্রতিহার স্থানীয় সারেঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ গোলাপ ও তার প্রেমিক গোপাল কে গ্রেপ্তার করে।এই ধৃত দুজনকেই চাপ দিতেই খুনের কথা স্বীকার করে, পুলিশ সূত্রে জানা যায় ৫ই আগস্ট পরের দিন ৬ই আগস্ট এই ধৃত দুজন অপরাধী অসিত কে নিয়ে নন্দকুমারের খঞ্চির উদ্দেশ্যে রওনা দেন অসিত প্রতিহার কে জানায় ওরা গোপাল জানার আদি বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছে
বলে ভুল বুঝিয়ে প্রায় দেড়শ কিলোমিটার দূরে এই খঞ্চিতে নিয়ে আসে। সম্ভবত ওই দিন রাতেই ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে মাথায় আঘাত করে খুন করা হয় অসিত কে। আজ পায় দেড় মাস পরে সেই তদন্তে নেমে সুদূর সারেঙ্গা থানা ও নন্দকুমার থানার সহযোগিতায় এই খঞ্চিতে নিখোঁজ অসিত প্রতিহারের দেহ অনুসন্ধানে আসেন। আজ এই ঘটনাকে কেন্দ্র করে খঞ্চি সংলগ্ন এলাকায় হুলুস্থুলুস পরিস্থিতি।অনুসন্ধানের সময় এলাকায় প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

This time a planned murder due to golap and Gopal’s relationship.
This tragic incident of Pratihar family of Makarkol village of Sarenga police station of Bankura, two brothers of Pratihar family, elder brother name is Pintu Pratihar and younger brother name is Asit Pratihar, elder brother Pintu Pratihar wife name of this family is Golap, elder brother Pintu Pratihar died in this family ten years ago, After leaving, the younger brother Asit Pratihar used to take care of everything for Boudi and her family, everything was fine, but in the beginning of 2023, Golap the elder Boudi of the Pratihar family, met a person named Gopal Jana, although this Gopal’s original home was in Khanchi under Nandkumar police station, now he is The family lives in an average two-block Amalashol. Gopal often used to travel with the elder Boudi golap’s mother as Dharma maa Patti. Over time, the relationship between this golap and Gopal deepened, but Asit Pratihar of Deo did not take kindly to the coming and going of an outsider to Boudi. There is also trouble, so plans to kill Asit Pratihar as a fork in the road, about a month and a half from today.
Earlier, it was the right day
On August 5 Boudi Golap-Asit Pratihar was tricked and brought to his father’s house in Chingra village of Sarenga police station. Since then there was no trace of Asit Pratihar.

On September 13, Golap returned to the father in-laws’ home, but after not seeing Asit Pratihar, other members of the family became suspicious, and on September 17, Asit Pratihar’s first cousin, Swapan Pratihar, filed a written complaint with the local Sarenga police station. However, within 24 hours, the police arrested Golap and her boyfriend Gopal. Both of them confessed to the murder after being pressed. According to police sources, on August 5, the next day, on August 6, these two criminals took Asit and left for Khanchi in Nandakumar. Told Asit Pratihar. They are going to the ceremony at Gopal Jana’s original home
He brought it to Khanchi about one and a half hundred kilometers away. It is likely that Asit was killed by hitting his head on the side of National Highway No. 41 that night. Today, one and a half months later, with the help of Sarenga Police Station and Nandakumar Police Station, the missing Asit Pratihar came to search for the body of this Khanchi. Today, the situation in the area adjacent to Khanchi is tense. During the search, a large number of people can be seen in the area. A lot of excitement has spread in the area around this incident.