আবার সেই গাইসাল,নামটা শুনলেই সিউড়ে উঠতে হয় কারণ মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি আজও সবার স্মরণে। দিনটা ছিল ২রা আগস্ট ১৯৯৯ থেকে একই ট্রেকে চলে আসা দুটি ট্রেনের সংঘর্ষ।

আজ সেই গাইসাল নর্থ কেবিনের কাছে শিলিগুড়ি মালদা গামী ডেমু ট্রেনর ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ধরে যায় ট্রেনের পিছনের ইঞ্জিনে।

চালক পরিস্থিতি বুঝতে না পারলেও জরুরি তৎপরতায় চালক কে ফোন গার্ডের। জরুরী ভিত্তিতে থামিয়ে দেওয়া হয় ট্রেন।ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। এবং পরে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়।

এই ঘটনায় বেশ কিছু সময় ধরে আটকে পড়ে এই রুটের দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন। আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস কে।
