আজ ময়নার রাজবাড়ির ঐতিহ্যকে জাতীয় স্তরের সিলমোহর প্রদান করলো ভারতীয় পোষ্টাল দপ্তর,আজ ময়নাগড় রাজবংশের গৌরবময় ১০০০ বছর উদযাপন উপলক্ষে বিশেষ প্রচ্ছদ প্রকাশ এই অনুষ্ঠানের মাধ্যমে সচিত্র বাতিল স্ট্যাম্প ও পোস্টাল খামের শুভ উদ্ভোধন হয়,এই পোস্টাল দপ্তরের সীকৃত শীল মোহর ময়নাগড়ের পোস্ট অফিসে ব্যবহার হবে আগামী এক বছর ধরে ,তাই ধীরে ধীরে বাংলা সাহিত্যের ইতিহাসে ঐতিহাসিক কাহিনী যেমন দীর্ঘ কয়েকশো বছর ধরে তার ঐতিহ্য বহন করে চলেছে, সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রাজবাড়ীর বর্তমান উত্তরাধিকারদের উপস্থিতিতে সেই ঐতিহ্যের উপর পড়লো আজ জাতীয় স্তরের সরকারি postal স্বীকৃতি। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শশী শালিনী কুজুর, পোস্ট মাস্টার জেনারেল, দক্ষিণবঙ্গ। এছাড়াও উপস্থিত ছিলেন অসিত কুমার মহান্তী, সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস, তমলুক ডিভিশন, ভারত সরকারের কৃষি বৈজ্ঞানিক অধ্যাপক কাঞ্চন কুমার ভৌমিক, ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, অশোকানন্দ বাহুবলীন্দ্র ও মৌমিতা বাহুবলীন্দ্র সহ একাধিক গুণীজন,প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তাই এটুকুই ময়নার রাজবাড়ীকে নিয়ে ময়নার মানুষ তথা দেশ ও বিদেশের কাছে ময়নার ঐতিহ্য ময়নার গর্ব আরো এক ধাপ এগিয়ে