অলৌকিক ভাবে অশত্থ গাছকে আলিঙ্গন করে প্রথম এক বৃহতর একটি মাশরুমের জন্ম

আজ ময়না থানার অন্তরগত সুদামপুর বড়ামচন্ডি নায়ের দেবস্থল জায়গায় এক অলৌকিক ভাবে অশত্থ গাছকে আলিঙ্গন করে প্রথম এক বৃহতর একটি মাশরুমের জন্ম হয়েছে , যা দেখে এলাকার মানুষ একটি অলোকিক ঘটনা বলে আখ্যা দিচ্ছেন , শুধু তাই না সকাল থেকে ভিড় জমিয়েছে একার বহু মানুষ, এই দেবস্থল জায়গাটি খুব জাগ্রত বলে জানাচ্ছেন এলাকাবাসী, দৈনিক পূজাপাঠ হলেও আজ শুরুহয়েছে জাকজমক ভাবে পূজাপাঠ ,তবে এটি কোন প্রজাতির মাশরুম তা জানা যাচ্ছেনা ,আমাদের সম্প্রচারের মাধমে এই বিষয়টি বিঞ্জান মঞ্চের দৃষ্টিপাত করতে অনুরোধ করছি ,এলাকায় এইভাবে দেবস্থল জায়গায় ফুটে ওঠা এতবড় মাশরুম দেখে চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায় #news #NewsUpdate #sciencenews #ScienceCommunication #kolkatanews #kolkata #PurbaMedinipur #paschimemedinipur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *