প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে।

ভোরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই মালদহের বাসিন্দা এক যুবককে পাকড়াও করে stf।গোটা কাজের দায়িত্বে ছিল হাসান শেখ। Stf আগেই এই খবর পায়। তারপর আজ সকালে শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢুকতেই পাকড়াও করে

তাজা কার্তুজ আছে ৮ রাউন্ড। ৬ টা ৯ মিলিমিটার পিস্তল এবং দুটো ওয়ান শটার। মোট ৮ টা আগ্নেয়াস্ত্র উদ্ধার।বিহারের মানসিং জেলা থেকে মালদহ কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র
ভোরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই পাকড়াও মালদহের বাসিন্দা যুবক
ব্যাগে জামাকাপড়ের আড়ালে প্রচুর আগ্নেয়াস্ত্রঅস্ত্র গুলি বিহারের খাগারিয়া জেলায় তৈরি
সেখান থেকে সড়ক পথে মানসিংহ জেলায় আসেসেখান থেকে ট্রেনে অস্ত্র তোলা হয়
গোটা কাজের দায়িত্বে ছিল হাসান শেখআগাম খবর যায় এস টি এফের কাছেট্রেনেই গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল ট্রেন ভোরে শিয়ালদহ স্টেশন ঢুকতেই অভিযান শুরু হয়
বামাল সমেত ধরা পড়ে হাসান শেখ বিহার এর ভাগারিয়া তে বানানো হয় অস্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *